শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ০১:১৮:৫৮

বিমান বিধ্বস্তে আহত অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে ঢাকায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল

বিমান বিধ্বস্তে আহত অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে ঢাকায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর উত্তরায় গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান।

বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। এতে শিক্ষার্থীসহ নিহত হয়েছে ২৯ জন। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬৯ জন। 

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে আহত অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে ঢাকায় এসেছেন চীনের পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে একটি বিশেষ প্রতিনিধি দল। 

বৃহস্পতিবার রাত ১১টার দি‌কে চীনের চিকিৎসাসেবা প্রতিনিধি দল ঢাকায় এসে পৌাঁছায়ছে। ঢাকার চীনা দূতাবাস এ তথ্য নিশ্চিত করে। চীনে চিকিৎসাসেবা প্রতিনিধি দলকে ঢাকায় স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ও‌য়েন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মহাপরিচালক।

 গত বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে তিন সদস্যের ভারতীয় একটি বিশেষ মেডিকেল টিম ঢাকায় আসে। একই দিন, সিঙ্গাপুর থেকে তিন সদস্যের মেডিকেল টিম ঢাকায় আসে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে