শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ০৩:৪৫:০৮

অভিনব কায়দায় ছিনতাইয়ের ঘটনা

অভিনব কায়দায় ছিনতাইয়ের ঘটনা

এমটিনিউজ২৪ ডেস্ক : খুলনা নগরীর কদমতলা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখায় বোরকা পরে অভিনব কায়দায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৩টার দিকে এজেন্ট বেলায়েত হোসেন বকুলকে ছুরি দেখিয়ে জিম্মি করে ক্যাশ থেকে ৮ লাখ ৫৪ হাজার টাকা লুট করা হয়। এ সময় চিৎকারে স্থানীয়রা ছুটে এসে একজন ছিনতাইকারীকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে।

আটক ব্যক্তির নাম মাসুদ রানা সাজ্জাদ (৩২)। তিনি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কামার গ্রামের বাসিন্দা এবং বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাঈদ।

ভুক্তভোগী এজেন্ট বেলায়েত হোসেন বলেন, বোরকা পরা এক ব্যক্তি হঠাৎ ব্যাংকে ঢুকে ধারালো ছুরি বের করে আমাকে জিম্মি করে ফেলে। তারপর মুখ, হাত ও পা বেঁধে ফেলে ক্যাশ থেকে পুরো টাকাগুলো ব্যাগে ভরে নিয়ে যায়। পরে আমি বাঁধা অবস্থায় কোনোভাবে দরজার কাছে গিয়ে চিৎকার করলে আশপাশের দোকানদার ও শ্রমিকরা এসে আমাকে উদ্ধার করে।

এ সময় ধাওয়া করে স্থানীয়রা মাসুদ নামের একজনকে আটক করলেও বাকিরা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ এসে মাসুদকে নিজেদের হেফাজতে নেয়। তবে ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও লুট হওয়া টাকা উদ্ধার হয়নি এবং পলাতক অন্য ছিনতাইকারীদের এখনও গ্রেপ্তার করা যায়নি।

ব্যবসায়ীরা বলছেন, এই ধরনের দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত অর্থ উদ্ধারের দাবি জানিয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগী বেলায়েত হোসেন বকুল বাদী হয়ে খুলনা সদর থানায় একটি মামলা শুক্রবার (২৫ জুলাই) দায়ের করেছেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পলাতক আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে