এমটিনিউজ২৪ ডেস্ক : বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি (বিএম), এসএসসি (ভোকেশনাল), মাদ্রাসা (ভোকেশনাল ও বিএম) এবং কৃষি ডিপ্লোমা শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতার চেক ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।
আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ইএফটির মাধ্যমে এ অর্থ তুলতে সমস্যা হলে জানাতে বলেছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও শাখা। অধিদপ্তরের সহকারী পরিচালক (শাখা-১১) মোহাম্মদ সাইফুল হক খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি (বিএম), এসএসসি (ভোকেশনাল), মাদ্রাসা (ভোকেশনাল ও বিএম) এবং কৃষি ডিপ্লোমা শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশ ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। ১২টি চেক অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয় বা স্থানীয় কার্যালয়ে সোমবার (২৮ জুলাই) এসব হস্তান্তর করা হয়েছে।
শিক্ষক-কর্মচারীরা তাদের স্ব স্ব ব্যাংক একাউন্ট নম্বরের মাধ্যমে জুন মাসের বেতন-ভাতা আগামী ৩১ জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে উত্তোলন করতে পারবেন। জুন মাসে ইএফটির মাধ্যমে ৪৮৫টি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান করা হচ্ছে (তালিকা সংযুক্ত)।
এ অবস্থায় কোন প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা উত্তোলনে কোন প্রকার সমস্যা হলে, নিম্নবর্ণিত হোয়াটসঅ্যাপ নম্বরে লিখিতভাবে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। যেসব সমস্য হতে পারে-
১. ইএফটি ও এমপিও শীটের মাধ্যমে বেতন-ভাতা উত্তোলন করতে সমস্যা হলে।
২. ইএফটি ও এমপিও শীট উভয় মাধ্যমে বেতন-ভাতা প্রদান করা হলে (কোনক্রমেই এমপিও শীটের বেতন-ভাতা উত্তোলন করা যাবে না)।
৩. ইএফটিতে বেতন-ভাতা বেশি বা কম প্রদান করা হলে।
৪. একই প্রতিষ্ঠানের বেতন-ভাতা ইএফটিতে আংশিকভাবে প্রদান করা হলে।
৫. ইএফটি ও এমপিও শীটের কোনটিতেই বেতন-ভাতা না পেলে।
এসব সমস্যায় সহকারী পরিচালক (এমপিও শাখা) মোহাম্মদ সাইফুল হক খান, মোবাইল নম্বর: ০১৭২৭-১৭৫৯৫৪, সংযুক্ত কর্মকর্তা (আইসিটি সেল) মো. আলী ইসলাম, মোবাইল নম্বর: ০১৭৩৩-৭৪৬২০০; সংযুক্ত কর্মকর্তা (এমপিও ইফটি সেল) মো. আব্দুল হাই,, মোবাইল নম্বর ০১৪০০-৫৯৭৯৩৬ এবং সংযুক্ত কর্মকর্তা (এমপিও ইফটি সেল) মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, মোবাইল নম্বর : ০১৭১৭-৭০২৭০৩ এর সঙ্গে যোগাযোগ করতে হবে।