বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১০:০৬:১৩

দেশে এখনো চাঁদাবাজি কমেনি, তাই আমাদের মাঠে থাকতে হচ্ছে: নাহিদ ইসলাম

দেশে এখনো চাঁদাবাজি কমেনি, তাই আমাদের মাঠে থাকতে হচ্ছে: নাহিদ ইসলাম

এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘‘দেশে এখনো চাঁদাবাজি কমেনি, তাই আমাদের মাঠে থাকতে হচ্ছে। মানুষ পরিবর্তন চায়, এনসিপিকে চায়।’’

বুধবার (৩০ জুলাই) নরসিংদী পৌরসভা মোড়ে এনসিপির দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পথযাত্রা’ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা মাসব্যাপী জুলাই পদযাত্রায় মানুষের দুঃখ-কষ্ট, দুর্দশার চিত্র একদম কাছ থেকে দেখেছি। জনগণের কষ্ট দেখে আমরা আরো বেশি দৃঢ় প্রতিজ্ঞ হয়েছি—এমন একটি বাংলাদেশ গড়তে হবে, যেখানে চাঁদাবাজি, হানাহানি, মারামারি থাকবে না।”

তিনি বলেন, “আপনারা যদি এনসিপিকে ভালোবাসেন, সমর্থন দেন। তাহলে নরসিংদী হবে একটি শিল্পোন্নত চাঁদাবাজমুক্ত জেলা।’’ এ সময় দেশের প্রতিটি জেলায় এনসিপি অফুরন্ত ভালোবাসা পেয়েছে জানান নাহিদ।

সভায় আরো উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে