বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ০৪:২৭:২৪

যাদের নামে ১০টির বেশি সিম আছে তাদের জন্য বড় দুঃসংবাদ

যাদের নামে ১০টির বেশি সিম আছে তাদের জন্য বড় দুঃসংবাদ

এমটিনিউজ২৪ ডেস্ক : নিজ নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে অতিরিক্ত সিমসমূহ আগামী ৩০ অক্টোবর ২০২৫ এর মধ্যে ডি-রেজিস্ট্রার করতে হবে—এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বুধবার (৩০ জুলাই) বিকেলে বিটিআরসির অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত এক পোস্টে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, একজন ব্যক্তি সর্বোচ্চ ১০টি সিম নিজের নামে রাখতে পারবেন। তার বেশি সিম থাকলে সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে যোগাযোগ করে ডি-রেজিস্ট্রার করতে হবে।

বিটিআরসি আরও জানিয়েছে, ৩০ অক্টোবর ২০২৫ এর পর অতিরিক্ত সিমগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এতে করে মোবাইল ফোনের অপব্যবহার রোধ এবং অবৈধভাবে নিবন্ধিত সিম ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব হবে।

নিজ নামে কতটি সিম নিবন্ধিত রয়েছে তা জানতে চাইলে, *মোবাইল ফোন থেকে 16001# ডায়াল করে সহজেই জানা যাবে। এই ব্যবস্থা বিটিআরসির সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

বিটিআরসি বলছে, দেশের মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থাকে নিরাপদ, নিয়ন্ত্রিত ও জবাবদিহিমূলক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মোবাইল গ্রাহকদের সচেতন ও সতর্ক হয়ে নির্ধারিত সময়ের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে কমিশন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে