বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ০১:৫০:৫৫

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরতের দাবিতে সড়ক অবরোধ

 শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরতের দাবিতে সড়ক অবরোধ

এমটিনিউজ২৪ ডেস্ক : শেখ হাসিনার বিচারের উদ্দেশ্যে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে রাজধানীর বাড্ডা এলাকায় সড়ক অবরোধ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। আজ বুধবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা।

এর আগে সকাল ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশে রওনা করে।

পুলিশ তাদের গুলশান বাড্ডা লিংক রোড এলাকায় আটকে দিলেই সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন জগপার নেতাকর্মীরা।

পুলিশের অনুরোধে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি স্থগিত করে জাগপা। দুপুর ১২টার দিকে সড়ক ছেড়ে দেয় তারা।

গত ৩০ জুন শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার প্রতিবাদে ও তাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির ঘোষণা করেছিল।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে