বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫, ০৪:৪৯:০৩

জানেন হিলিতে হঠাৎ ডিম কত দরে বিক্রি হচ্ছে?

জানেন হিলিতে হঠাৎ ডিম কত দরে বিক্রি হচ্ছে?

এমটিনিউজ২৪ ডেস্ক : এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে বেড়েছে আদা, ডিম ও পেঁয়াজের দাম। প্রতিটি পণ্যে প্রকারভেদে দাম বেড়েছে ৪ টাকা থেকে ৬০ টাকা পর্যন্ত। বর্তমানে ৫০ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকায়। 

১০০ টাকার আদা বিক্রি হচ্ছে ১৬০ টাকা, ৪ টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে ১৮ টাকায়। ৩০ টি ডিম বিক্রি হচ্ছে ৩২০ টাকায়, যা দুদিন আগেও বিক্রি হয়েছে ২৮০ টাকায়। সরবরাহ কম হওয়ার কারনে বেড়েছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। এতে করে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে হিলির কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। 

হিলি বাজারে কাঁচাবাজার করতে আসা কয়েকজন জানান, বেশ কিছু দিন যাবৎ হিলির বাজারে আলু, পেঁয়াজ, আদা এবং ডিমের দাম স্বাভাবিক ছিলো। যার কারণে আমরা কিছুটা স্বস্তির মধ্যে ছিলাম। গত এক সপ্তাহ থেকে এই সব নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এতে করে সাধারণ মানুষের বাজার করতে সমস্যায় পড়তে হচ্ছে।

নিয়মিত বাজার মনিটরিং করলে বাজার নিয়ন্ত্রণে আসবে বলে মনে করেন ক্রেতারা। 

হিলি বাজারের ব্যবসায়ী শাকিল মাহমুদ বলেন, ‘বাজারে আলু, পেঁয়াজ, আদা, ডিমের সরবরাহ কমেছে। এর কারণে মোকামে দাম বৃদ্ধি পেয়েছে। আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। যদি ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি বা আইপি দেওয়া হয় তাহলে পেঁয়াজের দাম কমে যাবে।’ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে