এমটিনিউজ২৪ ডেস্ক : ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে আজ সোমবার বিকেলে ২.৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তরের তথ্যমতে, ভূমিকম্পটি স্থানীয় সময় বিকাল ৫:৩৬ মিনিটে সংঘটিত হয় এবং এর গভীরতা মাত্র ৫ কিলোমিটার।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের মিজোরাম রাজ্যের আইজল থেকে উত্তর-পশ্চিমে প্রায় ৭৫ কিলোমিটার দূরে এবং ধর্মনগর থেকে দক্ষিণ-পূর্বে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত। উক্ত এলাকায় কোনো ধরনের ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
সীমান্তবর্তী এই অঞ্চলে প্লেট টেকটনিক ক্রিয়াশীলতা ক্রমাগত সক্রিয় থাকার কারণে ভবিষ্যতে পরবর্তী কম্পনের সম্ভাবনা রয়েছে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। স্থানীয় বাসিন্দাদেরেও সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
সূত্র: ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র