মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ১২:১৪:৩৮

মানুষের ভোটাধিকার নিয়ে এখন ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

মানুষের ভোটাধিকার নিয়ে এখন ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

এমটিনিউজ২৪ ডেস্ক : মানুষের ভোটাধিকার নিয়ে এখন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১১ আগস্ট) নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। মানুষের ভোটের অধিকার যাতে বাস্তবায়িত না হয়, সেটাকে ভন্ডুল করে দেয়ার জন্য ষড়যন্ত্র চলছে। এর পেছনে কাজ করছে অদৃশ্য শক্তি। এ অবস্থায় আগামী নির্বাচন মখুব সহজ হবে না বলে জানিয়েছেন তিনি।

নেতাকর্মীদের সতর্ক করে তিনি আরও বলেন, জনগণের আস্থা বিশ্বাস যাতে নষ্ট না হয়, সেজন্য বিরত থাকতে হবে। আপনার পেছনে অনেক ঘুরঘুর করছে। তাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে।

এ সময় স্বৈরাচার রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, প্রতিটি সেক্টর দলীয়করণের মাধ্যমে ধ্বংস করে দেয়া হয়েছে। তবে বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা আছে খাদ্য উৎপাদনের। লক্ষ-কোটি জনতাকে বিদেশ কর্মসংস্থানের ব্যবস্থা করতেও বিএনপি কাজ করবে বলে জানান তিনি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে