শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ০১:৩৮:৪৪

নির্বাচনের রোডম্যাপ ঘোষণার সময় জানাল ইসি

নির্বাচনের রোডম্যাপ ঘোষণার সময় জানাল ইসি

এমটিনিউজ২৪ ডেস্ক : আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে তিনি এ তথ্য দেন।

এর আগে ৭ আগস্ট মন্ত্রিপরিষদ সভাকক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। ৬ আগস্ট প্রধান উপদেষ্টার কার্যালয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারির রমজানের আগেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে নির্দেশ দেয়।

ইসি সূত্র জানিয়েছে, নির্বাচনে এআই ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে। ডিপফেইক, মিথ্যা, কুৎসা, মানহানিকর কনটেন্ট, প্রার্থীর চেহারা বিকৃত করে প্রচার—এসব করলে সাইবার সুরক্ষা বা ডিজিটাল আইনে মামলা হবে। আচরণ বিধিমালার খসড়ায় এসব নতুন বিধান যুক্ত করা হয়েছে, যা আগে ছিল না। এছাড়া প্রচারণা ও ভোটের দিন ড্রোন বা অনুরূপ যন্ত্র ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।

নতুন খসড়া রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তিদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত করেছে ইসি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে