শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ০২:৫৫:৪২

কোনো চাঁদাবাজ বাংলাদেশে থাকতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি

কোনো চাঁদাবাজ বাংলাদেশে থাকতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি

এমটিনিউজ২৪ ডেস্ক : কোনো চাঁদাবাজ বাংলাদেশে থাকতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই হুঁশিয়ারি দেন তিনি।

 কোনো চাঁদাবাজকে ছাড় দেয়া হবে না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় চাঁদাবাজিটা একটু বেশি হয়। কোনো চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেয়া হবে না। যতো বড় চাঁদাবাজই হোক না কেন তাকে আইনের আওতায় নিয়ে আসবো।’

এক সাংবাদিক প্রশ্ন করেন, চাঁদাবাজিটা আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন? কোনো চাপ রয়েছে কি না।

জবাবে জাহাঙ্গীর আলম বলেন, ‘চাঁদাবাজের ব্যাপরে কোনো প্রেসার নাই। যদি কোনো চাঁদাবাজকে পান আমাদের জানান, সঙ্গে সঙ্গে তাকে আমরা আইনের আওতায় আনবো। এজন্য আপনাদের সহযোগিতা দরকার। আপনারা চাঁদাবাজদের চিহ্নিত করে আইনশৃঙ্ক্ষলা বাহিনীর হাতে সোপর্দ করেন।’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, ‘জনগণ নির্বাচনমুখী হলে কেউ বন্ধ করতে পারবে না।’

সবজির দাম কিছুটা বাড়লেও বাজার স্বাভাবিক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রচুর বৃষ্টিপাতের কারণে শাক-সবজির দাম বৃদ্ধি পেয়েছে। প্রচুর আলু মজুত রয়েছে। পাইকারি থেকে খুচরা বাজারে আসতে আসতেই অনেক দাম বেড়ে যাচ্ছে। কিন্তু কৃকৃষকরা দাম পাচ্ছে না। মধ্যস্বত্বভোগীরা লাভ করছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে