এমটিনিউজ২৪ ডেস্ক : পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যা রোববার সকাল ৯টার মধ্যে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। ফলে আট জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
শনিবার (১৬ আগস্ট) সকাল ৯টায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, বর্তমানে আত্রাই নদীর পানি আত্রাই রেলওয়ে ব্রিজ পয়েন্টে (নওগাঁ) বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে চট্টগ্রাম বিভাগে এবং উজানে ভারতের ত্রিপুরা প্রদেশে ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। এই অবস্থায় আগামী ৭২ ঘণ্টায় সিলেট ও রংপুর বিভাগে এবং উজানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া রাজশাহী বিভাগের আত্রাই ও ছোট যমুনা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ ঘণ্টা এসব নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। পাশাপাশি এই সময়ে নওগাঁ জেলা সংলগ্ন আত্রাই নদীর পানি বিপৎসীমার ওপরে অবস্থান করতে পারে এবং নদী-সংলগ্ন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে পারে। তবে পরবর্তী ২ দিন নদীগুলোর পানি সমতল হ্রাস পেতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় গঙ্গা নদীর পানি কমলেও পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ ঘণ্টায় অর্থাৎ রোববার সকাল ৯টা পর্যন্ত পদ্মা নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে এবং সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। ফলে এই সময়ে রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও ঢাকা জেলার এই নদী-সংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে। পরবর্তী ৪ দিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।
ব্রহ্মপুত্র নদের পানি সমতল গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল ছিল এবং যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ৩ দিন ব্রহ্মপুত্র নদের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে ও পরবর্তী ২ দিন হ্রাস পেতে পারে। যমুনা নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেতে পারে এবং সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। তবে পরবর্তী ৪ দিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।
এছাড়া সিলেট বিভাগের কুশিয়ারা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সুরমা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী ৩ দিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। মনু, ধলাই, খোয়াই নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে এবং পরবর্তী ২ দিন স্থিতিশীল থাকতে পারে।
রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী ২ দিন তিস্তা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে ও ধরলা, দুধকুমার নদীর পানি সমতল হ্রাস পেতে পারে। তবে তৃতীয় দিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।