সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ১০:৩২:২১

যে দেশ থেকে এবার ৩ হাজার ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি

যে দেশ থেকে এবার ৩ হাজার ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি

এমটিনিউজ২৪ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৩ হাজার ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। এখন পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে ১১৯ জন ব্যবসায়ীকে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হয়েছে। গত তিন দিনে ১ হাজার ৭২১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছেন ব্যবসায়ীরা। 

সোমবার (১৮ আগস্ট) সোনা মসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ এ তথ্য জানিয়েছেন। 

বিভিন্ন জটিলতার কারণে ৪ মাস ১৩ দিন ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। সম্প্রতি দেশের বাজারে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী হলে পেঁয়াজ আমদানি শুরু হয়। এর প্রেক্ষিতে এ স্থলবন্দরের আমদানিকারকদের ৩০ থেকে ৫০ মেট্রিক টন করে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হয়েছে।  

এ বিষয়ে সোনা মসজিদ স্থলবন্দরের আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সভাপতি একরামুল হক জানান, সম্প্রতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুবই অল্প পরিমাণে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে। একেকজন আমদানিকারককে ভারত থেকে  ৩০ অথবা ৫০ মেট্রিক টন পেঁয়াজ আনার অনুমতি দেয়া হচ্ছে। অথচ একটি ট্রাকে সাধারণত ২৫ থেকে ৩০ মেট্রিক টন পেঁয়াজ আসে। ফলে ৩০ মেট্রিক টনের অনুমতি দিলে এলসি খোলা, শুল্ক ও সিএন্ডএফসহ অন্যান্য খরচ বেড়ে যাবে। এর নেতিবাচক প্রভাব পড়বে পেঁয়াজের বাজারে। দাম কমবে না। 

সোনা মসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ জানান, এ স্থলবন্দর দিয়ে চলতি বছরের এপ্রিলের ১ তারিখ থেকে ১৩ আগস্ট পর্যন্ত পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। গত বৃহস্পতিবার অর্থ্যাৎ ১৪ আগস্ট থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। তবে এবার খুবই অল্প পরিমাণে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হচ্ছে।

তিনি জানান, এখন পর্যন্ত ১১৯ আমদানিকারককে ৩ হাজার ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হয়েছে। এসব পেঁয়াজ গত ১৪ আগস্ট থেকে আমদানি শুরু হয়। এ পর্যন্ত ১ হাজার ৭২১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।

এদিকে, আমদানির খবরে চাঁপাইনবাবগঞ্জের বাজারে পেঁয়াজের দাম কমেছে। শিবগঞ্জ বাজারের পেঁয়াজ বিক্রেতা মনিরুল ইসলাম বলেন, ‘‘কিছু দিন আগে রকমভেদে ৭৫-৮০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করেছি। বর্তমানে পেঁয়াজের দাম ৪ থেকে ৫ টাকা পর্যন্ত কমেছে।’’ 

চাঁপাইনবাবগঞ্জ কৃষি বিপণন অধিদপ্তরের এক্সপার্ট কিউরার মোহা. শহীদুল ইসলাম জানান, আড়তে প্রতি কেজি পেঁয়াজ ৬৬ থেকে ৬৮ টাকায়; আর খুচরা বাজারে ৭০-৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়লে কয়েক দিনের মধ্যে দাম নাগালের মধ্যে চলে আসবে।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে