মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ১২:৩৬:০২

শিক্ষাবৃত্তি পাবে এইচএসসি উত্তীর্ণরা, যা করতে হবে

শিক্ষাবৃত্তি পাবে এইচএসসি উত্তীর্ণরা, যা করতে হবে

এমটিনিউজ২৪জবস : এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। এ শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতায় থাকবে অসচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীরা (স্নাতক/সমমান অধ্যয়নরত শিক্ষার্থী)। আবেদন করা যাবে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।

আবেদনপত্রের ফরম শাহজালাল ইসলামী ব্যাংকের সব শাখায় অথবা https://sjiblbd.com/scholarship -ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য শর্তাবলী পূরণ করে আবেদন করতে হবে।

 আবেদনের যোগ্যতা
 বিভাগীয় শহর/সিটি করপোরেশন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫.০০ এবং অন্যান্য বিভাগে জিপিএ ৪.৮০ পেতে হবে। আর সিটি করপোরেশন এলাকার বাইরের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.৮০ এবং অন্যান্য বিভাগে জিপিএ ৪.৫০ পেতে হবে। নির্ধারিত ফরম পূরণ করে এর সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। যেসব আবেদনকারীর বাবা/মা/অভিভাবকের বাৎসরিক মোট আয় ২ লাখ টাকার ঊর্ধ্বে, তাদের আবেদনপত্র গৃহীত হবে না। অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত হলেও আবেদনপত্র বাতিল করা হবে।
 
আবেদনের ঠিকানা
 হেড অব ফাউন্ডেশন, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি, ‘শাহজালাল ইসলামী ব্যাংক টাওয়ার’, প্লট নং: ৪, ব্লক: সিডব্লিউএন (সি), গুলশান এভিনিউ, গুলশান, ঢাকা-১২১২। এ ঠিকানায় সরাসরি অথবা ডাক বা কুরিয়ারযোগে আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে