মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ০৩:০৩:৪২

বিএনপিকে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের নেতারাও বিশ্বাস করে: রুহুল কুদ্দুস তালুকদার দুলু

বিএনপিকে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের নেতারাও বিশ্বাস করে: রুহুল কুদ্দুস তালুকদার দুলু

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি এ দেশের মানুষের বিশ্বাস ভালোবাসা অর্জন করেছে। বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে সাধারণ মানুষ যেভাবে ভালোবাসে অন্য দলগুলোকে সেভাবে ভালোবাসে না। বিএনপিকে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের নেতারাও বিশ্বাস করে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নাটোরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে দেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা বিশ্বাস করি খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আগামী দিনের গণতন্ত্রকে সমুন্নত রাখবে।

তিনি বলেন, তারেক রহমান পরিচ্ছন্ন পরিশুদ্ধ রাজনীতি করেন। আর তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়াসহ সারা পৃথিবীতে অন্যতম রাষ্ট্র হিসেবে পরিণত হবে। আগামী দিনে তারেক রহমান ও খালেদা জিয়ার মতো সমকক্ষ নেতৃত্ব বাংলাদেশ আর তৈরি হবে না।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, দাউদার মাহমুদ, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সদস্য সচিব জহিরুল ইসলাম জহির প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে