শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ০৮:১৫:২৯

জনগণ পিআর চায় কিনা তা জানতে দরকার হলে গণভোট করতে হবে: চরমোনাই পীর

জনগণ পিআর চায় কিনা তা জানতে দরকার হলে গণভোট করতে হবে: চরমোনাই পীর

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ রেজাউল করীম।

শুক্রবার (২২ আগস্ট) শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এসব কথা বলেন।

 ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির আরও বলেন, আজ ৫৩ বছরে কোনো সুষ্ঠু ধারার রাজনীতি প্রতিষ্ঠিত হয়নি। আমরা চেয়েছিলাম এ দেশকে সুন্দর করে সাজাবো। এ দেশের টাকা বিদেশে পাচার হবে না। চাঁদাবাজি হবে না। কোনো মায়ের বুক খালি হবে না। আয়না ঘর তৈরি হবে না।
 
সৈয়দ রেজাউল করীম বলেন, সংস্কার এবং বিচারের নিয়ে যে ওয়াদা অন্তর্বর্তীকালীন সরকার করেছিল তা তারা ভঙ্গ করেছে।
 
পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে তিনি বলেন, পিআর আটকাতে অনেকে খোঁড়া যুক্তি তুলে ধরছে। বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। জনগণ পিআর চায় কিনা তা জানতে দরকার হলে গণভোট করতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে