শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ০৪:১৮:২০

দীর্ঘ ১৩ বছর পর ঢাকার উদ্দেশ্যে পাক পররাষ্ট্রমন্ত্রী

দীর্ঘ ১৩ বছর পর ঢাকার উদ্দেশ্যে পাক পররাষ্ট্রমন্ত্রী

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ঢাকা সফরে উদ্দেশে রওনা হয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ সকালে ঢাকার উদ্দেশে দেশত্যাগ করেছেন তিনি।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই সফর পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন।

কূটনৈতিক সূত্র বলছে, ঢাকা-ইসলামাবাদের মধ্যে গত দুই দশকের শীতল সম্পর্ককে পুনরুজ্জীবিত করতে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচ গত এপ্রিলেই ঢাকা সফর করেন। সেই প্রচেষ্টার ধারাবাহিকতায় এবার ইসহাক দার আসছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে