এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের ছাত্র রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আবদুল মালেক। তিনি মনে করেন, ছাত্রদেরকে রাজনীতিতে ‘ব্যবহার করা’, এটা তাদের ওপর জুলুম।
খতিব আরও বলেন, ‘আমি একটা কথা শুধু বলি- যেটা আমার মুখ থেকে শুনলে আপনাদের কাছে তাজ্জব লাগতে পারে। সেটা হলো, ছাত্রদেরকে যে রাজনীতিতে ব্যবহার করা হয়- এটা ছাত্রদের ওপরে জুলুম। কলেজ-ভার্সিটির ছাত্রদেরকে রাজনীতিতে ব্যবহার করা হয় না? প্রত্যেক দলের ছাত্র সংগঠন আছে। কেন সেটা? জুলুম। এটা জুলুম।’
শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘নারীর মর্যাদা নিরাপত্তা ও সচেতনতার জন্য’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
আবদুল মালেক বলেন, এমনকি ইসলামি দলগুলোর মধ্যেও তারা ছাত্রদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে ব্যবহার করে অনেক ক্ষেত্রে। এটা অন্যায়।যত রাজনৈতিক দল আছে জেনারেলগুলো, তারা ছাত্রদেরকে; কলেজ-ভার্সিটির-স্কুলের ছাত্রদেরকে যে ব্যবহার করছে- এটা তাদের ওপরে জুলুম।
জ্ঞান-বিজ্ঞানকে ‘অনৈসলামিক’ পদ্ধতিতে শেখানোকেও ‘বিশাল জুলুম’ হিসেবে বর্ণনা করেন তিনি। আরও বলেন, জাগতিক জ্ঞান-বিজ্ঞানকে নাস্তিকতা এবং অনৈসলামিক পদ্ধতিতে মুসলিম দেশে পড়ানো- সেটা বিশাল জুলুম।কঠিন জুলুম। ওই জুলুম থেকে ছাত্রদেরকে রক্ষা করতে হবে।
ছাত্রদের দলীয় রাজনীতিতে জড়ানোর রাস্তা বন্ধ করা জরুরি বলেও মন্তব্য করেন বায়তুল মোকাররমের খতিব।