শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ০৫:৫৭:৫১

ঘুস দিয়ে শিক্ষক নিয়োগ হলে রাতারাতি কিছু করা কঠিন: মির্জা ফখরুল

ঘুস দিয়ে শিক্ষক নিয়োগ হলে রাতারাতি কিছু করা কঠিন: মির্জা ফখরুল

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ঘুস দিয়ে শিক্ষক নিয়োগ হলে রাতারাতি কিছু করে ফেলতে পারবো না, এটা খুবই ডিফিকাল্ট।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জ্বল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় দেশের বর্তমান অবস্থা তুলে ধরে এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, গ্রামের একজন স্কুলশিক্ষককে সমস্যা সমাধান করতে হলে তাকে ঢাকায় আসতে হবে কেনো? যেটার প্রয়োজন নাই সেটা জেলাতেই যথেষ্ট। কিন্তু ওই যে সিস্টেম। ওই সিস্টেমে যদি সেন্ট্রালে না আসে তাহলে ঘুষটা আসবে কোত্থেকে। এটাই বাস্তবতা… শুনতে খারাপ লাগবে বাট দ্যাট দা ট্রুথ।

ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ হয় ঘুস দিয়ে, স্কুলে শিক্ষক নিয়োগ হয় ঘুস দিয়ে, নার্সদের নিয়োগ হয় ঘুস দিয়ে। তাহলে যেই ব্যবস্থাতে অনিয়ম চলতে থাকে, যে ধরনের বৈষম্য চলতে থাকে সেখানে রাতারাতি কিছু করে ফেলতে পারবে না এটা খুব ডিফিকাল্ট। আমাদের কল্যাণমূলক রাষ্ট্রে যেতে হলে এমন সিস্টেমের মধ্যে যেতে হবে যাতে আমাদের নির্বাচিত প্রতিনিধিরা অন্তত মিনিমাম যে ন্যায় বিচার সেই ন্যায় বিচারটা নিশ্চিত করবেন জনগণের।

মির্জা ফখরুল বলেন, আমাদের কাঠামোগত সংস্কার দরকার। এটা আমি মনেপ্রাণে বিশ্বাস করি যে, আমাকে আগে আমার কাঠামোটাকে বদলাতে হবে এবং সেই কাঠামোতে আমাদের এই বিষয় গুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচার করতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে