এমটিনিউজ২৪ ডেস্ক : ফেসবুকে প্রেমের পর বিয়ে করতে চীন থেকে বাংলাদেশে এসেছেন শি জিং ইউ নামে এক যুবক।
রোববার (২৪ আগস্ট) দুপুরের দিকে প্রেমিকা বৃষ্টি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কুষ্টিয়া আদালতে আসেন তিনি। আদালতে উপস্থিত হয়ে বৌদ্ধ ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন শি জিং ইউ।
শনিবার রাত ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শি জিং ইউ। সকালে কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরে প্রেমিকা বৃষ্টির বাড়িতে পৌঁছান তিনি।
জানা যায়, ওই যুবক কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরে প্রেমিকার সঙ্গে মুসলিম রীতিতে বিয়ের পিঁড়িতে বসবেন। এজন্য তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার নতুন নাম সোহান আহাম্মেদ। প্রেমিক শি জিং ইউ (২৮) চায়নার হেনান এলাকার শি লিং জাং ও জুয়ে চুন সুই দম্পতির ছেলে।
প্রেমিকা বৃষ্টি খাতুন কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর উত্তরপাড়ার মোতালেব মিস্ত্রির মেয়ে।
স্থানীয় ও আদালত সূত্রে জানা গেছে, বৃষ্টি খাতুনের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় চীনা যুবকের। এরপর দুজন প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। প্রেমিকা বৃষ্টিকে বিয়ে করার জন্য চীনা যুবক খাজানগরে ছুটে এসেছেন।
কুষ্টিয়া আদালত চত্বরে চীনা ওই যুবককে হাসিখুশি দেখা গেছে। এ সময় তার সঙ্গে থাকা বৃষ্টির পরিবারের কেউ কথা বলতে রাজি হননি। তবে চীনা যুবক বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃষ্টি খাতুনের দুলাভাই এনামুল হক বলেন, চীনা যুবক কুষ্টিয়া আদালতে ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছেন। তারা দ্রুত বিয়ে করবেন।
আদালতের আইনজীবীরা বলেন, প্রেমের টানে কুষ্টিয়ায় এসেছেন এক যুবক। তিনি বৌদ্ধ ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।