মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১:৪২:১৮

অপরকে ভালো রেখে নিজে ভালো থাকার এক দুর্দমনীয় প্রবৃত্তি বাবার মধ্যে রয়েছে: হাসনাত আবদুল্লাহ

অপরকে ভালো রেখে নিজে ভালো থাকার এক দুর্দমনীয় প্রবৃত্তি বাবার মধ্যে রয়েছে: হাসনাত আবদুল্লাহ

এমটিনিউজ২৪ ডেস্ক : বাবাকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার ফেসবুক আইডিতে এ পোস্ট দেন।

পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন— ‘উনি উনার সারাজীবন ধরে আমাদেরকে হিমালয়-সম ব্যক্তিত্ব,নিরাসক্ত পর্বতসম মহত্ত্বকে আঁকড়ে ধরে বেঁচে থাকার শিক্ষা দিয়ে যাচ্ছেন।’

২০২২ সালের ৯ জানুয়ারিতে ফেসবুকে প্রকাশিত একটি পুরোনো স্ট্যাটাস নতুন করে শেয়ার দিয়ে ক্যাপশন লেখেন হাসনাত।

সে সময়ের পোস্টে হাসনাত লিখেছিলেন—পাশে বসে থাকা ভদ্রলোক আমার বাবা।এটা বাবার সাথে আমার প্রথম এবং একমাত্র ছবি।
আগের মতো ওসি-প্রশাসননির্ভর নির্বাচন চাই না: হাসনাত আব্দুল্লাহআগের মতো ওসি-প্রশাসননির্ভর নির্বাচন চাই না: হাসনাত আব্দুল্লাহ

হাসনাত লেখেন—‘উনি খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার,দারুণ অদ্ভুত। সারাজীবন উনি হারিয়ে গিয়েছেন জীবনকে নিয়ে যেমন-খুশি তেমন খেলার অশান্ত ঢেউয়ের মহাকালের অতলে।তবে শেষ পর্যন্ত ডুবে যাননি, ভেসে থেকেছেন, ভাসিয়ে রেখেছেন,নিজেকে এবং আমাদের সবাইকে।

“আমার বাবার সম্পর্কে যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে তা হচ্ছে, এ পর্যন্ত কোনো তুচ্ছ কাজে বা কথায় তার কোনো আসক্তি দেখিনি কোনো ছোট কথা, জাগতিক বিষয়াদি, ব্যক্তিগত স্বার্থ ইত্যাদি।নিজের কষ্টের বেলায় উনি কাউকে কিছু বলবেন না, মুখ বুজে সমুদ্র গিলবেন। অপরকে ভালো রেখে নিজে ভালো থাকার এক দুর্দমনীয় প্রবৃত্তি তার মধ্যে রয়েছে।”

তিনি লেখেন, আমার বাবার কাছ থেকে সারাদিন ঝগড়া করে যতটা না আদায় করা যায়, তারচেয়ে চারগুণ বেশি আদায় করা যায় দু’মিনিট নীরব থেকে। উনি উনার সারাজীবন ধরে আমাদেরকে হিমালয়-সম ব্যক্তিত্ব,নিরাসক্ত পর্বতসম মহত্ত্বকে আঁকড়ে ধরে বেঁচে থাকার শিক্ষা দিয়ে যাচ্ছেন।

ওই পোস্টের শেষে হাসনাত লিখেছিলেন, আমাকে অনেকেই প্রশ্ন করেন আমার এই ঠোঁট কাটা স্বভাব কোথায় পেলাম। সেটাও আমার বাবার শিক্ষা। উনি প্রায়শই বলেন, জীবনে হারজিত থাকবে, উত্থান-পতন আসবে, রৌদ্রোজ্জ্বল দিনকেও কালো মেঘ ঢেকে দিবে, ঘোর অমানিশা নেমে আসবে।কিন্তু একমাত্র স্থায়ী থাকবে আদর্শ। যেকোনো প্রতিকুল-ধ্বংসাত্মক পরিস্থিতিই আসুক না কেনো, তোমার ধারণ করা নীতি ও আদর্শের সঙ্গে তুমি কখনো আপস করবে না।এটাই হোক তোমার সংকল্প। দূর থেকে উনার পর্বতসম নিরাসক্ত ব্যক্তিত্বকে সবসময় স্পর্শ করতে চেয়েছি। দীর্ঘ ছয় বছর পর উনি দেশে এসেছেন।আগামী চার মাস উনার সান্নিধ্যে পাবো।এটা এ-বছরের প্রাপ্তি। আমার বাবার সার্বিক কল্যাণ হোক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে