এমটিনিউজ২৪ ডেস্ক : প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী জানুয়ারির মধ্যে প্রবাসীদের জন্য পোস্টাল ভোটিং কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
ইসির প্রকাশিত রোডম্যাপে বলা হয়েছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনী উপকরণ ক্রয় ও মাঠ পর্যায়ে বিতরণ শেষ করা হবে। প্রবাসীদের তালিকাভুক্তি ও নিবন্ধন কার্যক্রম শুরু হবে ১১ নভেম্বর এবং শেষ হবে ৩০ নভেম্বরের মধ্যে।
এছাড়া আগামী বছরের ৫ জানুয়ারির মধ্যেই ব্যালট পেপার পাঠানো এবং তা ভোটারদের কাছে পৌঁছে দেওয়ার কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে কমিশন।
রোডম্যাপ অনুযায়ী, এই কার্যক্রম শেষ হলে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।