শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৫৯:০৩

চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু!

চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু!

এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রাম নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর মরাদপুরে এ দুর্ঘটনা ঘটে। আহত ১২ জনকে চট্টগ্রাম মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।

 নিহতরা হলেন: চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা আইয়ুব আলী (৬০) এবং নগরের কালামিয়া বাজার এলাকার সাইফুল আলম (১৩)। আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 জানা যায়, সকালে ১০টার দিকে ষোলশহর খানকা থেকে জুলুসের র‌্যালি বের হয়। পরে সেটি বিভিন্ন সড়ক ঘুরে সাড়ে ১২টার দিকে মুরাদপুর এসে খানকা শরীফে ঢুকতে থাকে। এ সময় মানুষের ঢল নামে। গাদাগাদির কারণে চাপা পড়ে দুই জনের মৃত্যু হয়।
 
আহত জমির বলেন, ‘মহরাদপুরে মোড়ে এসে ভিড়ের মধ্যে পড়ি। তখন চাপা পড়ে দুইজনের মৃত্যু হয়। আহত অনেকেই। আমিও আহত হই। সবাইকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা হয়।
 
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানান, দুপুরে প্রচণ্ড গরমে জুলুসে অংশ নেয়া দুই ব্যক্তি অসুস্থ হয়ে (হিটস্ট্রোক) মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাদেরকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে