শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:১৩:৫৪

হতাশা প্রকাশ করে যে বার্তা দিলেন মির্জা আব্বাস

হতাশা প্রকাশ করে যে বার্তা দিলেন মির্জা আব্বাস

এমটিনিউজ২৪ ডেস্ক : আশ্বাস দিয়েও উন্নত চিকিৎসার জন্য গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে সরকার বিদেশে না পাঠানোয় হতাশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

নুরের খোঁজ-খবর নিতে শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হতাশা প্রকাশ করেন তিনি।  

 মির্জা আব্বাস বলেন, ‘নুরকে দেশের বাইরে পাঠানোর কথা বলে এখনও না পাঠানোয় আমরা হতাশ। দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো হোক। নুর ভালো হয়ে আবার ফিরে আসুক-সেটিই চাই।’
 
নুরের ওপর হামলা উদ্দেশ্যমূলক উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘তার নাক দিয়ে এখনও রক্তক্ষরণ হচ্ছে। কী উদ্দেশ্যে, কারা কেন এটি করলো সেটি তদন্ত করে বের করা উচিত।’

তিনি বলেন, ‘টার্গেট করে কিছু লোককে হামলা করা হচ্ছে। সরকারের দেখা দরকার কোথা থেকে এগুলো হচ্ছে। যদি না হয় বুঝবো সরকার তাদের কমান্ড ধরে রাখতে পারছে না।’
 
মাজার ভাঙাসহ লাশ পোড়ানোর ঘটনা বিচ্ছিন্ন কিছু নয় উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে এ ধরনের আরও কিছু সামনে ঘটতে পারে। যাতে নির্বাচনটা না হয়।
 
আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘দেশ স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে না। অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশ চলছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে