এমটিনিউজ২৪ ডেস্ক : প্রয়োজনে শুধু দশজন ভালো মানুষ নিয়ে রাজনীতি করব। ১০০ গুন্ডা এক হাজার গুন্ডা পান্ডা থেকে ১০টা ভালো মানুষ নিয়ে হাঁটা অনেক ভালো। আমরা ভালো মানুষ নিয়ে এগিয়ে যাব। আমরা একদিনের রাজনীতি করতে আসি নাই।
রোববার সন্ধ্যায় জেলার দেবিদ্বার উপজেলা বরকামতা ইউনিয়ন ব্রাহ্মণখারা গ্রামে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন ।
তিনি আরো বলেন, মানুষের সাথে যদি উগ্রপন্থী আচরণ করেন, তাহলে মানুষ মনে করবে এনসিপি উগ্র। মানুষের কাছে আলাদা করে বলতে হবে না যে এনসিপি ভালো, এনসিপি ভালো। সারাদিন আপনি করেন ধান্দাবাজি, আর মানুষকে যদি বলেন আপনি ভালো। মানুষ কোনদিন বিশ্বাস করবে না।
আপনি এনসিপি করেন মেসেজ দেয়া লাগবে না। আপনি ভাল কার্যক্রম করেন তাহলে মানুষ এমনি বলবে এনসিপির মানুষ ভালো।
এনসিপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার যদি একশ কোটি টাকা দুর্নীতির রিপোর্ট প্রকাশ পায়। তাহলে এনসিপি খারাপ না ভালো? অবশ্যই খারাপ। আমি যেই রাজনৈতিক দলে থাকি যেহেতু আমি দুর্নীতি করেছি তাহলে ওই দলটাও খারাপ। আপনাদের আচার-আচরণ মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। এগুলো যেন মানুষকেন্দ্রিক এবং জনগণকেন্দ্রিক হয়। অন্য দল অপরাধ করুক বা যাই করুক। আপনি যদি একটি অপরাধ করেন তাহলে মনে করবেন আপনি দশটি অপরাধ করেছেন। আমাদের নিজেদেরকে অনেক বেশি আত্মসমালোচনা করতে হবে। নিজেদেরকে সংশোধন করতে হবে।’
গণপরিষদ নির্বাচন ,নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে উঠানে নতুন সংবিধান জাতীয় নাগরিক পার্টি দেবিদ্বার উপজেলা কর্তৃক আয়োজিত সমাবেশে দেবিদ্বার উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জামাল মো. কবিরের সভাপতিত্বে এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।