মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৩৯:২১

রাজধানীর যেসকল পথ আজ এড়িয়ে চলবেন

রাজধানীর যেসকল পথ আজ এড়িয়ে চলবেন

এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আজ সকাল থেকে রাজধানীর শাহবাগ ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং এবং পলাশী ক্রসিং– এই পাঁচটি গুরুত্বপূর্ণ মোড় বন্ধ থাকবে। এছাড়া আশপাশের সড়কগুলোতেও যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। ফলে এই এলাকাগুলোতে যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হতে পারে।

ডিএমপি জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখী সব ধরনের যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে। বিশেষ করে গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি, রাইডশেয়ারিং সার্ভিস ও অন্যান্য যানবাহন যেন বিশ্ববিদ্যালয় এলাকায় না প্রবেশ করে, সে বিষয়ে চালকদের সচেতন থাকতে বলা হয়েছে।

তবে জরুরি পরিষেবা, যেমন অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িগুলো এই নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে। এসব যানবাহন তাদের নির্ধারিত গন্তব্যে চলাচল করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

যানচলাচলে নিয়ন্ত্রণ আরোপের পাশাপাশি ডিএমপি থেকে রাজধানীবাসী, বিশেষ করে চালক ও যাত্রীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, তারা যেন মঙ্গলবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা এড়িয়ে চলেন। এতে করে নির্বাচনের দিন যানজট বা অন্য কোনো ধরণের বিড়ম্বনা এড়ানো যাবে।

ডিএমপি বলেছে, নির্বাচন ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন মোড়ে ও ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে সতর্ক থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, দীর্ঘদিন পর অনুষ্ঠিত হচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি রয়েছে নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়টিও। এজন্যই যান চলাচলে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে