মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৫৮:১০

ডাকসু নির্বাচনের মাধ্যমে নতুন করে গণতন্ত্রের দ্বার উন্মোচন হবে: ভিপি প্রার্থী আবিদুল

ডাকসু নির্বাচনের মাধ্যমে নতুন করে গণতন্ত্রের দ্বার উন্মোচন হবে: ভিপি প্রার্থী আবিদুল

এমটিনিউজ২৪ ডেস্ক : ডাকসু নির্বাচনের মাধ্যমে নতুন করে গণতন্ত্রের দ্বার উন্মোচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। মঙ্গলবার সকালে ঢাবির অধীন উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি শিক্ষার্থীদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ, যা এবার প্রথমবারের মতো হলের বাইরে ৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে।

৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী ভোটার এই নির্বাচনে অংশ নেবেন। মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ডাকসুর ২৮টি পদে, যার মধ্যে সহ-সভাপতি পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক পদে ২৫ জন প্রার্থী রয়েছেন। নারী প্রার্থী রয়েছেন মোট ৬২ জন।

ঢাবি কর্তৃপক্ষ জানিয়েছে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে