মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৮:৫৯

আ.লীগের মিছিল এখন খড়কুটো ধরার চেষ্টা মাত্র : জাহেদ উর রহমান

আ.লীগের মিছিল এখন খড়কুটো ধরার চেষ্টা মাত্র : জাহেদ উর রহমান

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেছেন, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের মিছিল উল্লেখযোগ্যভাবে বড় হয়ে উঠছে এবং সেই মিছিলগুলোতে অংশগ্রহণকারীদের আচরণেও ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। 

আগে যেখানে মাত্র ১৫–২০ জন হুট করে বের হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দৌড়িয়ে ভিডিও করে চলে যেত, এখন সেই মিছিলগুলো কয়েকশ বা ৫০–১৫০ জনের মিছিল পর্যন্ত আয়তন বাড়িয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এই মিছিল দৌড়ঝাঁপ না বরং রিলাক্সড। অর্থাৎ নিরাপত্তাহীনতা না ভেঙে দৃঢ়ভাবে পথ হেটে এগুচ্ছে।

সম্প্রতি তার ইউটিউব চ্যানেলে তিনি এসব নিয়ে কথা বলেন।

তিনি বলেন, মিছিলে কেবল সংখ্যার পরিবর্তন নয়,আচরণও পাল্টেছে। আগে মিছিলে একটা ভীতিকর উপাদান বা অনিশ্চয়তা থাকলেও, এখন নির্ভরতার স্বরূপ আত্মবিশ্বাস দেখা যাচ্ছে। মিছিলে এখন বিরোধীদলের বাধা কমে গেছে।

আগে বিএনপি বা ছাত্রদল মিছিল থামাতে হামলা করত, পুলিশের হাতে তুলে দিত; কিন্তু এখন সেই প্রতিরোধ কমে গেছে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের মিছিল যতই নিষিদ্ধ হোক, বিরোধীদলের উচিত নয় নিজে ভাঙচুর বা হামলা করা। জনশ্রুতি অনুযায়ী, কেউ কেউ আওয়ামী লীগের এই মিছিল বৃদ্ধির পেছনে কোনো বড় রাজনৈতিক শক্তির উত্থান দেখার চেষ্টা করছেন। কিন্তু এমন ধরনের ভয় অযৌক্তিক।

তিনি প্রশ্ন তুলেছেন, ১০০–২০০ মানুষ মিছিল করল, কী হল? হাজার গেল, কী হল? দেশের সরকার আছে, চাইলে মিছিল বন্ধ করেই দিতে পারে। কারণ আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ এখনো।

তিনি বলেন, আওয়ামী লীগের এসব মিছিল এখন একটি খড়কুটো ধরার প্রচেষ্টা মাত্র। এটি নিয়ে ভয়ের কিছু নেই। কারণ মানুষের সম্মিলিত আদর্শ ও আত্মত্যাগ ছাড়া এমন মিছিল দিয়ে কোনো রাজনৈতিক পরিবর্তন আসবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে