মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৫:৪০

ডাকসু নির্বাচনের ভোট গণনা কার্যক্রম চলাকালে হঠাৎ বন্ধ এলইডি স্ক্রিন! তারপর...

ডাকসু নির্বাচনের ভোট গণনা কার্যক্রম চলাকালে হঠাৎ বন্ধ এলইডি স্ক্রিন! তারপর...

এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনা কার্যক্রম চলাকালে কার্জন হল কেন্দ্রের এলইডি স্ক্রিন বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রটির ভোটাররা। প্রায় ১৫ মিনিট পর এলইডি স্ক্রিন চালু হয়। কারিগরি ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, ভোট গণনা চলাকালে বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে কার্জন হল কেন্দ্রের বাইরের এলইডি স্ক্রিনটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এ সময় ভোটাররা এর প্রতিবাদ জানান। এক পর্যায়ে কার্জন হল কেন্দ্রের ফটকে ধাক্কা দেওয়া শুরু করেন তারা। বিষয়টি জানতে পেরে কেন্দ্র প্রধান বের হয়ে এসে কারিগরি ত্রুটির কথা জানিয়ে ভোটারদের শান্ত করেন।

এ সময় টেকনিশিয়ানও ডাকেন তিনি। পরে টেকনিশিয়ান এসে কয়েক মিনিটের প্রচেষ্টায় ৬টা ৭ মিনিটের দিকে এলইডি স্ক্রিনটি চালু হয়।

কার্জন হল কেন্দ্রের প্রধান ড. এ এস এম মহিউদ্দিন বলেন, কারিগরি ত্রুটির কারণে হঠাৎ স্ক্রিন বন্ধ হয়ে গিয়েছিল। শিক্ষার্থীদের প্রতিবাদের মাধ্যমে আমরা জানতে পারি। পরে টেকনিশিয়ান ডেকে বিষয়টির সমাধান করা হয়েছে।

উল্লেখ্য, কার্জন হল কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা ভোট প্রয়োগ করেন। এ কেন্দ্রে অমর একুশে হলে মোট ১৩০০ জন ভোটারের মধ্যে ১০৮৩টি ভোট কাস্ট হয়েছে, যা মোট ভোটারের ৬২ শতাংশ। শহীদুল্লাহ্ হলে ২০০৫ জন ভোটারের মধ্যে ১৬০৯ এবং ফজলুল হক মুসলিম হলে ১৭৭২ জন ভোটারের মধ্যে ১৪৪৩ জন ভোট দিয়েছেন। শতকরার হিসেবে এটি যথাক্রমে ৭৫ ও ৭৯ ভাগ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে