বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৪:২০

জাতির সঙ্গে করা ইসলামী ছাত্রশিবিরের বেঈমানি ইতিহাসের পাতায় লেখা থাকবে: উমামা ফাতেমা

জাতির সঙ্গে করা ইসলামী ছাত্রশিবিরের বেঈমানি ইতিহাসের পাতায় লেখা থাকবে: উমামা ফাতেমা

এমটিনিউজ২৪ ডেস্ক : জাতির সঙ্গে করা ইসলামী ছাত্রশিবিরের বেঈমানি ইতিহাসের পাতায় লেখা থাকবে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা।

বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন।

স্ট্যাটাসে উমামা বলেন, “কারচুপির নির্বাচনের জন্য ১৪০০ মানুষ মরছে! একি ইতিহাস, একি ব্যবস্থা। মাঝে দিয়ে এতগুলা পরিবার নিঃস্ব হলো।”

তিনি বলেন, “অভিনব পন্থায় নির্বাচন কারচুপি হয়েছে। বাংলাদেশের ইতিহাসের কালো রাত হয়ে থাকবে। নিজেদের হীনস্বার্থের জন্য ইসলামি ছাত্রশিবির কি পরিমাণ বেঈমানি করেছে জাতির সাথে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে।”

এর আগে, বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৩টা ২৪ মিনিটে ‘কারচুপির নির্বাচন’ আখ্যা দিয়ে ডাকসুর ভোট বর্জন করে তিনি ফেসবুকে লেখেন, “বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন।”

এছাড়া রাত ২টা ১৯ মিনিটে হা হা ইমুজি দিয়ে আরেক স্ট্যাটাসে তিনি লেখেন, “চলিতেছে সার্কাস। কে কে দেখতেসেন?!”

ডাকসুর ভোট উমামার পাশাপাশি ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানও বর্জন করেন।

রাত ২টা ২০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে আবিদ বলেন, “পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে