বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৮:৩৭

ডাকঘর দিচ্ছে সর্বোচ্চ মুনাফা, সঠিক নিয়ম টাকা জমা রাখার

 ডাকঘর দিচ্ছে সর্বোচ্চ মুনাফা, সঠিক নিয়ম টাকা জমা রাখার

এমটিনিউজ২৪ ডেস্ক : ২০২৫ সালের জন্য ডাকঘর সঞ্চয় ব্যাংকের (পিওএসবি) মেয়াদী হিসাবের নতুন বিনিয়োগ নির্দেশিকা ও মুনাফার হার সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এই স্কিমের আওতায় দেশের সকল শ্রেণি-পেশার নাগরিকরা অত্যন্ত আকর্ষণীয় হারে মুনাফা পাওয়ার সুযোগ পাচ্ছেন। নতুন নিয়ম অনুযায়ী, বিনিয়োগ সীমা, মেয়াদের ভিত্তিতে মুনাফার হার ও কর কর্তনের বিস্তারিত তথ্যও প্রকাশ করা হয়েছে।

ডাকঘরের মেয়াদী হিসাবের মুনাফার হার (২০২৫):
১ বছর মেয়াদে: বার্ষিক মুনাফা ১০.২০%
(ছয় মাস অন্তর উত্তোলনের ক্ষেত্রে মুনাফা ৯.০০%)
২ বছর মেয়াদে: বার্ষিক মুনাফা ১০.৭০%
(ছয় মাস অন্তর উত্তোলনের ক্ষেত্রে মুনাফা ৯.৫০%)
৩ বছর মেয়াদে: বার্ষিক মুনাফা ১১.২৮%
(ছয় মাস অন্তর উত্তোলনের ক্ষেত্রে মুনাফা ১০.০০%)
বিনিয়োগ সীমা:
একক হিসাবধারী: সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে।
যুগ্ম হিসাব: সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের অনুমোদন রয়েছে।
কর কর্তন ও মুনাফা হিসাব:
যদি কেউ ১,০০,০০০ টাকা তিন বছরের মেয়াদে বিনিয়োগ করেন, তাহলে মেয়াদ শেষে মোট মুনাফা হবে ৩৩,৮৪০ টাকা। এই পরিমাণ থেকে ১০% উৎসে কর কেটে ৩,৩৮৪ টাকা বাদ দেওয়া হবে। ফলে নিট মুনাফা হিসেবে বিনিয়োগকারী পাবেন ৩০,৪৫৬ টাকা।

হিসাব খোলার জন্য প্রয়োজনীয়তা:
ডাকঘর সঞ্চয় ব্যাংকে মেয়াদী হিসাব খোলার সময় নিম্নোক্ত কাগজপত্র প্রয়োজন হয়:

২ কপি পাসপোর্ট সাইজের ছবি
জাতীয় পরিচয়পত্র / জন্ম সনদ / পাসপোর্টের ফটোকপি
নমিনীর ক্ষেত্রেও একই ধরনের ডকুমেন্ট প্রয়োজন
ডাকঘর মেয়াদী হিসাবের বিশেষ সুবিধাসমূহ:
প্রতি ছয় মাস অন্তর মুনাফা উত্তোলনের সুযোগ
স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগের সুবিধা
সরকার কর্তৃক গ্যারান্টেড, তাই নিরাপদ বিনিয়োগ
নমিনী পরিবর্তন বা বাতিলের সুবিধা
ফরম সংগ্রহ ও আবেদন পদ্ধতি:
ডাকঘর মেয়াদী হিসাব খোলার নির্ধারিত ফরম সরাসরি নিকটস্থ ডাকঘর থেকে সংগ্রহ করা যাবে অথবা অনলাইনে ডাউনলোড করার সুবিধাও রয়েছে। মেয়াদী ও সাধারণ হিসাবের জন্য আলাদা ফরম রয়েছে। এ ছাড়াও চেকের মাধ্যমে জমা, উত্তোলন, নমুনা স্বাক্ষর কার্ড, রসিদসহ সব ধরনের ফরম সহজলভ্য।

২০২৫ সালে ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদী হিসাব একটি লাভজনক ও ঝুঁকিমুক্ত বিনিয়োগের মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে। সরকারের পক্ষ থেকে নির্ধারিত মুনাফার হার বর্তমান ব্যাংকিং খাতের তুলনায় তুলনামূলকভাবে বেশি হওয়ায়, এই স্কিমে সাধারণ জনগণের আগ্রহ বাড়ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে