বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০২:১১

বিএনপির সমর্থককে জামায়াত সাজিয়ে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর সংবাদ সম্মেলন!

বিএনপির সমর্থককে জামায়াত সাজিয়ে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর সংবাদ সম্মেলন!

এমটিনিউজ২৪ ডেস্ক : জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট গণনার মেশিন ও ব্যালট পেপার সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিক জামায়াত বলে অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি ও জিএস প্রার্থীরা। তবে রোকমুনুর জামান রনির ফেসবুক আইডি বিশ্লেষণ করে দেখা যায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বিভিন্ন পোস্ট দিয়েছেন তিনি। এমনকি কোনো এক সম্মেলনে খালেদা জিয়ার পেছনে দাঁড়িয়ে থাকতেও দেখা যায় তাকে।

বৃহস্পতিবার জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভাসানী হলে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান।

শেখ সাদী হাসান অভিযোগ করে বলেন, রোকমুনুর জামান রনি জামায়াত করেন অপরদিকে ছাত্র শিবিরের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম রনির বিভিন্ন ফেসবুক পোস্ট প্রিন্ট করে সাংবাদিকদের সরবরাহ করেন, যাতে দেখা যায় রনি বিএনপি সমর্থক ব্যবসায়ী। একটা ছবি দেখিয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চেয়ারের একদম পেছনে দাঁড়িয়ে আছে এরপরও তিনি কিভাবে জামায়াত নেতা হন? বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে ২০১৯ সালে করা ব্যঙ্গাত্মক কার্টুনের ছবি ফেসবুকে প্রচার হলে তিনি শেখ হাসিনার ব্যঙ্গাত্মক ছবি যুক্ত করে ২০২৫ সালের ১৪ এপ্রিল একটা পোস্ট দিয়ে বলেন, ‘কাউকে অপমান অপদস্ত করতে গেলে প্রকৃতির নিয়মে সেটা ফেরত আসে’। ২০২৫ সালের ১৪ আগস্ট ফেসবুক পোস্টে একটা ছবি আপলোড দেন যেখানে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোড়াশাল উপজেলার পক্ষ থেকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শোক ও বিজয়ের প্রস্তুতি মূলক শীর্ষক আলোচনা সভা। ২০২৫ সালের ১৩ জুন ফেসবুকে পোস্টার আপলোড করেন। পোস্টারে লেখা ছিল, বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে জাতিকে ঐক্যবদ্ধ করতে তারেক রহমান ও ড. ইউনূসকে ধন্যবাদ। গণতন্ত্রের পক্ষে বিএনপির এই অবস্থান আবারও প্রমাণ করলো সবার আগে বাংলাদেশ। বিএনপির পক্ষে বিভিন্ন সময়ে পোস্ট দিতে দেখা যায়।

বিভিন্ন সময়ে তাকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত লে. জে. (অব.) মাহবুবুর রহমান, এমকে আনওয়ার, সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর এবং জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সঙ্গে ছবিতেও দেখা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, রোকমুনুর জামান রনির আপন চাচা দিনাজপুর জেলা বিএনপির মৎস্যজীবী ও আদিবাসী বিষয়ক সম্পাদক এবং ঘোড়াঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া।

সরবরাহকারী প্রতিষ্ঠান এইচআর সফ্ট বিডি তাদের ভিজিটিং কার্ডে লিখেছে তারা e-Cab এর সদস্য। খবর নিয়ে জানা গেছে এই নামে e-Cab এ কোনো সদস্য নাই।

রোকমুনুর জামান রনির সাথে আমার দেশের প্রতিনিধি যোগাযোগ করে জামায়াত সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ব্যালট পেপার হচ্ছে একটা কাগজ। এই কাগজ যেই প্রতিষ্ঠান থেকেই নিক না কেন বা এই পেপার কে দিল কে দিল না তার সাথে কোন কিছু সম্পৃক্ত না। ব্যালট পেপারে রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষর থাকে, রেকর্ড থাকে, যে নিচ্ছে সে মূড়িতে স্বাক্ষর করে নিচ্ছে। এই ব্যালট পেপার জামায়াত না বিএনপির প্রতিষ্ঠান থেকে দিয়েছে এটা তো গুরুত্বপূর্ণ না। এখন এই বিষয়ে কেউ যদি কিছু বলে, তাহলে এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারব না।

তিনি আরো বলেন, আমরা e-Cab আবেদন করেছি। সবকিছু সম্পন্ন হয়েছে শুধুমাত্র প্রশাসক না থাকায় এখনও অনুমোদন হয় নেই।

রাজনৈতিক পরিচয়ের বিষয়ে তিনি বলেন, আমি কোন রাজনীতির সাথে সম্পৃক্ত নেই। আমি ব্যবসায়ী, ব্যবসা করি। পরিবারের কেউ কোন দলের রাজনীতি করবে এটা স্বাভাবিক, তবে আমরা ফ্যাসিস্টের লোক না।-আমার দেশ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে