এমটিনিউজ২৪ ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনাকালে হঠাৎ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটক ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে- বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট, প্রান্তিক গেটে এবং বিশমাইল গেটে শতাধিক বহিরাগত ব্যক্তি জড়ো হয়ে আছেন। তারা সবাই জাকসু নির্বাচনের ফলাফল জানার অপেক্ষায় ছিলেন।
জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে শিবির ভালো ফল করেছে; সেই উৎসাহে তারা জাহাঙ্গীরনগরের ভোটের ফলাফলের অপেক্ষায় রাত জেগে আছেন।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ কে এম রাশিদুল আলম বলেন, বিষয়টি আমি জানতাম না। এখনই সিকিউরিটি টিমকে জানাচ্ছি। তারা গিয়ে পরিস্থিতি পরিদর্শন করবে।
এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ভোট প্রক্রিয়ায় নানা অনিয়মের অভিযোগ তুলে বিকেল ও সন্ধ্যায় ছাত্রদলসহ অন্তত চারটি প্যানেল নির্বাচন বর্জন করে।