এমটিনিউজ২৪ ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের প্যানেল ব্যাপক জয় পেয়েছে। ঘোষিত ফলাফলে দেখা গেছে, মোট ২৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়, এর মধ্যে ২১টিতেই বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা।
শিক্ষার্থীদের উপস্থিতি ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে শিবিরের এমন ফলাফল ক্যাম্পাস রাজনীতিতে তাদের শক্ত অবস্থানকেই স্পষ্ট করে তুলেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা অন্য সংগঠনগুলো মাত্র কয়েকটি পদে জয় পায়। বিশ্লেষকরা বলছেন, ক্যাম্পাসে দীর্ঘদিনের সাংগঠনিক কার্যক্রম, শিক্ষার্থীদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং ভোটকেন্দ্রিক সুশৃঙ্খল কৌশলই শিবিরের এই ব্যাপক সাফল্যের মূল কারণ।
ফল ঘোষণার পর শিবিরের নেতাকর্মীরা ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করেন। অন্যদিকে, পরাজিত পক্ষ ফলাফলকে মেনে নিলেও কোথাও কোথাও অনিয়মের অভিযোগও তুলেছে।
বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এ জয় শিবিরের জন্য একটি নতুন অধ্যায় সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।