এমটিনিউজ২৪ ডেস্ক : ট্রাস্ট ব্যাংককারিগরি সেবার মানোন্নয়নের লক্ষ্যে ট্রাস্ট ব্যাংকের কিছু পরিষেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। এই সময়ে ডেবিট কার্ড লেনদেন, পিওএস (POS) পরিষেবা, এটিএম এবং এসএমএস/ইন্টারনেট ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।
সময়সূচী :
শুরু : ১৫ সেপ্টেম্বর ২০২৫ (সোমবার) রাত ১২:০১
শেষ : ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) দুপুর ২:০০
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অপরিহার্য রক্ষণাবেক্ষণের কারণে সৃষ্ট অসুবিধার জন্য ব্যাংকটি গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
প্ররয়াজনীয় তথ্যের জন্য গ্রাহকরা ট্রাস্ট ব্যাংকের কল সেন্টারে ১৬২০১ নম্বরে যোগাযোগ অথবা অফিসিয়াল ওয়েবসাইট www.tblbd.com ভিজিট করতে পারবেন।