এমটিনিউজ২৪ ডেস্ক : সবগুলো হলে প্রাপ্ত ভোট গণনার পর ভোট সংখ্যা দাঁড়ায় ২১৬১ কিন্তু সর্বমোট ভোট দেখানো হলো ২১৪৭। এটা কিভাবে হলো কিছুতেই বুঝতে পারছেন না ডাকসু নির্বাচনে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করা ফারিয়া মতিন ইলা। এ নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট লিখেছেন। যেখানে তিনি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন।
ইলা তাঁর ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন, আমি ফারিয়া মতিন ইলা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করি কেন্দ্রে এবং সর্বমোট ভোট দেখায় ২১৪৭ কিন্তু সবগুলো হলের ভোট সংখ্যা গননার পর যা দাঁড়ায় তা ২১৬১। তাহলে এইযে ২১৬১ থেকে ২১৪৭ হয়ে যাওয়ার যে বিষয়টা সেইটার মানে কী? এবং কীভাবে এডজাস্ট হইলো এই ভোটটা? এখনও গলা ফাটাইয়া বলবেন ডাকসুর ফলাফল সুষ্ঠু হইসে?
ফারিয়া মতিন ইলা তাঁর প্রাপ্ত ভোটের তালিকা ফেসবুকে তুলে ধরেছেন।