এমটিনিউজ২৪ ডেস্ক : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ আমাদের অর্জন—এটা আমরা বহুবার বলেছি। বাংলাদেশকে মেনে নিয়েই সব রাজনৈতিক দল রাজনীতি করছে, আমরাও তাই করছি। মুক্তিযুদ্ধ না মানলে বাংলাদেশকেই অস্বীকার করা হবে।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
জামায়াত নেতা জানান, দলটি সবসময় আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া মেনে রাজনীতি করছে। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে জাতীয় নির্বাচন হলে তা ইতিহাসের সেরা ও গ্রহণযোগ্য নির্বাচন হবে বলেও মন্তব্য করেন তিনি। তিনি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান।
হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদ যদি শক্তিশালী আইনি ভিত্তিতে রাষ্ট্রীয় দলিল হিসেবে স্বীকৃতি না পায়, তবে তা ভবিষ্যতে চ্যালেঞ্জের মুখে পড়বে। এজন্য সাংবিধানিক আদেশ কিংবা গণভোটের মাধ্যমে এটিকে আরও শক্তিশালী করার প্রস্তাব দিয়েছে জামায়াত।
তিনি আরও বলেন, সংবিধানের অনুচ্ছেদ–৭ জনগণের পরম অভিপ্রায়ের কথা বলে। এর ভিত্তিতে যদি সাংবিধানিক আদেশ দেওয়া হয়, তাহলে আইনি চ্যালেঞ্জের কোনো সুযোগ থাকবে না। এভাবেই নতুন বাংলাদেশে সুশাসন, ন্যায়বিচার, গণতন্ত্র ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম হবে।