মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৩:৩১

ব্রেকিং নিউজ: সয়াবিনসহ সব ধরনের ভোজ্যতেল...

ব্রেকিং নিউজ: সয়াবিনসহ সব ধরনের ভোজ্যতেল...

এমটিনিউজ২৪ ডেস্ক : সয়াবিনসহ সব ধরনের ভোজ্যতেল আমদানিতে ১ শতাংশ উৎসে কর নির্ধারণ করেছে সরকার। এর আগে এসব পণ্যের ওপর কোনো উৎসে কর ছিল না।

সোমবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (করনীতি) এ কে এম বদিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন, সানফ্লাওয়ার বীজ ও তেল, পাম তেল এবং ভুট্টার তেল আমদানির ক্ষেত্রে এখন থেকে ১ শতাংশ হারে উৎসে কর পরিশোধ করতে হবে।

এর আগে সরকার সয়াবিন, সানফ্লাওয়ার, পাম ও ভুট্টার তেল আমদানিতে অগ্রিম কর ও ভ্যাট থেকে ছাড় দিয়েছিল। তবে এবার উৎসে কর আরোপের ফলে আমদানি ও পরিশোধন খরচ বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে আন্তর্জাতিক বাজারে দাম কমার কারণে গত আগস্টে সরকার পাম তেলের দাম লিটারপ্রতি ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করে। তবে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৮৯ টাকায় অপরিবর্তিত রয়েছে। নতুন উৎসে করের প্রভাব এই দামের ওপর কতটা পড়বে, তা এখন দেখার বিষয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে