মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৫৪:৫১

জানেন কৃষি ব্যাংকে ৫ লক্ষ টাকা জমা রাখলে মাসিক কত মুনাফা মিলবে?

জানেন কৃষি ব্যাংকে ৫ লক্ষ টাকা জমা রাখলে মাসিক কত মুনাফা মিলবে?

বাংলাদেশ কৃষি ব্যাংকে (বিকেবি) ফিক্সড ডিপোজিট স্কিমে (এফডিআর) ৫ লক্ষ টাকা জমা রাখলে গ্রাহকরা নির্দিষ্ট সময় শেষে বিভিন্ন হারে মুনাফা পাবেন। ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এক মাস থেকে এক বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে মুনাফার হার ভিন্ন ভিন্ন।

ব্যাংকের ঘোষণা অনুযায়ী—

এক মাস থেকে তিন মাসের কম মেয়াদে মুনাফার হার ৭%

তিন মাসের জন্য মুনাফার হার ৮.৫০%

ছয় মাসের জন্য মুনাফার হার ৮.৭৫%

এক বছর থেকে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত মুনাফার হার ৯.২৫%

৫ লক্ষ টাকার মুনাফার হিসাব

হিসাব অনুযায়ী, উৎসে কর (Tax Deduction at Source) কেটে নেওয়ার পর গ্রাহকরা পাবেন:

এক মাসের জন্য: প্রায় ২,৪৮০ টাকা

তিন মাসের জন্য: প্রায় ৯,০৩১ টাকা

ছয় মাসের জন্য: প্রায় ১৮,৫৯৪ টাকা

এক বছরের জন্য: প্রায় ৩৯,৩১৩ টাকা

তবে মুনাফার এই টাকার পরিমাণ নির্ভর করবে গ্রাহক আয়কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) সার্টিফিকেট জমা দিয়েছেন কিনা তার ওপর। টিআইএন থাকলে উৎসে কর কাটা হবে ১০%, আর টিআইএন না থাকলে ১৫%।

গুরুত্বপূর্ণ শর্ত

নির্দিষ্ট সময়ের আগে এফডিআর ভাঙলে গ্রাহক চুক্তি অনুযায়ী পূর্ণ মুনাফা পাবেন না।

মেয়াদ শেষে গ্রাহক চাইলে শুধুমাত্র মুনাফা উত্তোলন করতে পারবেন, মূল টাকা স্বয়ংক্রিয়ভাবে নতুন মেয়াদের জন্য পুনর্নবীকরণ হবে।

ব্যাংক কর্তৃপক্ষ যেকোনো সময় মুনাফার হার পরিবর্তন করতে পারে।

একাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

এফডিআর একাউন্ট খোলার জন্য গ্রাহকের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা জন্মসনদের ফটোকপি জমা দিতে হবে। সঙ্গে লাগবে দুটি পাসপোর্ট সাইজের ছবি। নমিনি থাকলে তারও পরিচয়পত্র ও ছবি জমা দিতে হবে।

অর্থাৎ, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৫ লক্ষ টাকা জমা রাখলে গ্রাহকরা সময় অনুযায়ী মাসিক গড়ে ২,৫০০ টাকা থেকে শুরু করে বার্ষিক প্রায় ৪০ হাজার টাকা পর্যন্ত মুনাফা পেতে পারেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে