এমটিনিউজ২৪ ডেস্ক : আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। পিআর পদ্ধতি নয়, আগের নিয়মেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
রাজনৈতিক দলগুলোর নেতা এবং নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান ইলিয়াস।
ফেসবুক পোস্টে ইলিয়াস হোসাইন বলেন, অনেকেই কিছুদিন ধরে একটা প্রশ্ন করছিলেন, নির্বাচন কী আসলেই হবে কিনা? বড় দুই দলের কাছে বিষয়টা নিশ্চিত হওয়ার চেষ্টা করছিলাম।
বিএনপি এবং জামায়াতের শীর্ষস্থানীয় দুজনের সাথে কথা হলো, গতকাল এবং কিছুক্ষণ আগে আলাদাভাবে দুজনের সঙ্গে কথা বলে নিশ্চিত হলাম ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী সংসদ নির্বাচন।
তিনি আরো বলেন, বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার সাথে কথা বলে জানা যায়, তাদেরকে সম্ভাব্য প্রার্থীদের তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। এদিকে একজন নির্বাচন কমিশনারের সাথে কথা বলে জানা যায়, পিআর না আগের নিয়মেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন।
এদিকে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং বেশ কয়েকটি দাবি নিয়ে আন্দোলনে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দল।
এ প্রসঙ্গে ইলিয়াস হোসাইন বলেন, পিআর নিয়ে জামায়াত যে কঠোর অবস্থানে আছে সেটারও সন্তোষজনক পরিবেশ বিরাজ করবে আগামী কয়েক দিনের মধ্যে। অতএব সব মিলিয়ে একটি উৎসবমুখর নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে দেশ।