সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৪৭:২২

বিএনপি ক্ষমতায় আসলে কুমিল্লা বিভাগ হবে: ড. খন্দকার মোশাররফ হোসেন

বিএনপি ক্ষমতায় আসলে কুমিল্লা বিভাগ হবে: ড. খন্দকার মোশাররফ হোসেন

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি আমাদের দাবিতে সাড়া না দেয় তাহলে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, বিএনপি ক্ষমতায় আসলে দ্রুততম সময়ে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন , কুমিল্লা তো বিভাগ করতেই হবে। প্রশাসনিক প্রয়োজনে করতে হবে এবং কুমিল্লার বাইরে অন্য কোনো নাম কুমিল্লার জনগণ মেনে নেবে না।

সোমবার জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকা ও নাগরিক পরিষদ কুমিল্লার যৌথ আয়োজনে “কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে” এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা সকলে কুমিল্লার নাগরিক। কুমিল্লাবাসী ইতোমধ্যে অন্য কোনো নাম প্রত্যাখ্যান করেছে। কুমিল্লায় বিভাগ চাই। এই ইস্যু নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দেখা করার জন্য একটি শক্তিশালী প্রতিনিধি দল যাবে। সেই লক্ষ্যে আপনারা একটি কমিটি গঠন করুন। ব্যক্তিগতভাবে আমার সহযোগিতা থাকবে।

সভায় উপস্থিত ছিলেন এনসিপি’র মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা সমতি ঢাকা সভাপতি এবিএম শাহজাহান, নাগরিক পরিষদ কুমিল্লার সভাপতি ড. শাহ মোহাম্মদ সেলিম, বি-বাড়িয়া জেলা বিএনপির সভাপতি এনামুল হক বাবলু, সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াস, বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকা সভাপতি অ্যাডভোকেট আব্বাস উদ্দীন সহ প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে