এমটিনিউজ২৪ ডেস্ক : আমরা শাপলা প্রতীক থেকে সরছি না- গতকাল সোমবার এমন বক্তব্য দেন (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, তালিকায় শাপলা প্রতীক না থাকায় এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ইসি কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ইসি সচিব।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতীকের তালিকায় শাপলা প্রতীক নেই।
তাদের (এনসিপি) বিকল্প একটা প্রস্তাব পাঠাতে হবে। এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না কারণ সংরক্ষিত প্রতীকের তালিকায় শাপলা নেই। তালিকায় না থাকলে তো প্রতীক দেওয়ার সুযোগ নেই।