শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১২:৪৬

বিদেশে থাকলেও বাংলাদেশে এসেই হজে যেতে হবে

বিদেশে থাকলেও বাংলাদেশে এসেই হজে যেতে হবে

এমটিনিউজ২৪ ডেস্ক : অন্যান্য দেশে বসবাসরত বাংলাদেশিদের নিজ দেশ থেকেই হজে যেতে হবে বলে জানিয়েছে সরকার।

ধর্ম মন্ত্রণালয় বলছে, তারা যেসব দেশে বসবাস বা অবস্থান করছেন, সেসব দেশ থেকে বাংলাদেশিদের হজযাত্রী হিসেবে সরাসরি সৌদি আরবে যাওয়ার কোনো সুযোগ নেই।

মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়েছে, কোনো দেশের হজ কোটায় নিবন্ধিত হজযাত্রীর অন্য দেশ থেকে সৌদি আরব যাওয়া নিষিদ্ধ। এটি সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত আবশ্যিক নির্দেশনার ১৪ অনুচ্ছেদে বলা হয়েছে।

মন্ত্রণালয় বলছে, কিছু এজেন্সি বিদেশে বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধন করে বিদেশ থেকে সরাসরি সৌদি আরবে নিয়ে যাচ্ছেন। এর ফলে হজ ব্যবস্থাপনায় নানা সমস্যা সৃষ্টি হচ্ছে।

মন্ত্রণালয়ের এই চিঠিতে বলা হয়েছে, এভাবে পাঠালে নুসুক মাসার সিস্টেমে হজযাত্রীর ফ্লাইটসহ ‘প্রি-অ্যারাইভাল’ তথ্যাদি দেওয়া সম্ভব হয় না।

এছাড়া তাদের স্বাস্থ্য পরীক্ষা করে মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা দেওয়া যাচ্ছে না। তারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কিনা, কিংবা হজ পালনে সক্ষম কিনা, সে বিষয়ে স্বাস্থ্য সনদ দেওয়া সম্ভব হচ্ছে না।

তাদেরকে হজের প্রশিক্ষণও দেওয়া যাচ্ছে না। এছাড়া বিমানের সিট খালি থাকাসহ সার্বিক হজ ব্যবস্থাপনায় নানা জটিলতা সৃষ্টি হচ্ছে বলে মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে।

সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিদেশে অবস্থানরত নিবন্ধিত হজযাত্রীদের হজ পালনের জন্য বাংলাদেশ থেকে সৌদিতে পাঠানোর ব্যবস্থা নিতে হজ এজেন্সিকে অনুরোধ করা হয়েছে।

এ নিয়ম না মানলে সংশ্লিষ্ট এজেন্সিকে দায়-দায়িত্ব নিতে হবে বলে সর্তকবার্তাও দিয়েছে মন্ত্রণালয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে