রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩৮:৫৮

রিমান্ডের আদেশ শুনে কাঠগড়ায় ঢলে পড়েন এনায়েত করিম

রিমান্ডের আদেশ শুনে কাঠগড়ায় ঢলে পড়েন এনায়েত করিম

এমটিনিউজ২৪ ডেস্ক : পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের পরিবারের অর্থপাচার মামলায় অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

রিমান্ড মঞ্জুরের কয়েক মিনিট পরই অসুস্থ হয়ে কাঠগড়ায় রাখা বেঞ্চে ঢলে পড়েন এনায়েত করিম চৌধুরী। পরে পুলিশ সদস্যদের কাঁধে ভর দিয়ে হাজতখানায় যান তিনি।

রোববার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনে বলা হয়, বেনজীর আহমেদের বিদেশে পাচার করা অর্থের সঙ্গে এনায়েত করিম চৌধুরীর সম্পৃক্ততা পাওয়া গেছে। অর্থের অবস্থান, বিনিয়োগের তথ্য, মালিকানা উদ্ঘাটন এবং মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

আবেদনের পক্ষে শুনানি করেন দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম। তবে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে বিচারক এনায়েত করিমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদেশ শুনে বেঞ্চে বসা এনায়েত করিম হঠাৎ অসুস্থ হয়ে হেলে পড়েন। তখন দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে ধরে ফেলেন এবং পানি ও মিষ্টি চকলেট দেন। হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হলেও কিছুক্ষণ পর সুস্থবোধ করলে তাকে হাজতখানায় পাঠানো হয়।

এর আগে সকাল ১১টা ২০ মিনিটের দিকে হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিয়ে এনায়েত করিমকে আদালতে হাজির করা হয়। প্রায় ৫০ মিনিট পর রিমান্ড শুনানি শুরু হয়।

গত ২২ সেপ্টেম্বর এনায়েত করিমকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন আদালত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে