বুধবার, ০১ অক্টোবর, ২০২৫, ০১:১০:০৩

অবশেষে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ, বইছে খুশির জোয়ার

অবশেষে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ, বইছে খুশির জোয়ার

এমটিনিউজ২৪ ডেস্ক : গভীর সমুদ্রে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। জেলের চোখে-মুখে দেখা দিয়েছে আনন্দের ছাপ। কিন্তু ইলিশ প্রজনন মৌসুমে ৪ থেকে ২৫ অক্টোবর এই ২২ দিন মাছ ধরা নিষিদ্ধের খবরটি কেড়ে নিয়েছে তাদের সেই আশার আলো।

নিষেধাজ্ঞার ২২ দিন নদী এবং সমুদ্রে সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণসহ ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সময় বেকার হয়ে পরবেন জেলেরা। তবে সরকার থেকে সাহায্য দেয়ার কথা থাকলেও পান না প্রকৃত জেলেরা। এতে কষ্টের শেষ নেই তাদের। তবে ভারতীয় জেলেরা যাতে এ সময় বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ ধরতে না পারে; সে বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবি জেলেদের।

সূত্র জানায়, সারা দেশে সাত হাজার বর্গ কিলোমিটার ইলিশের প্রজনন এরিয়া থাকলেও এ বছর সব নদ-নদী ইলিশ প্রজনন মৌসুমের আওতায় রয়েছে। প্রিয়জনের ভালোবাসা উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে উপকূলীয় জেলেরা নদী কিংবা সমুদ্রে মাছ শিকার করেন। কিন্তু ইলিশ প্রজনন মৌসুম হওয়ায় ২২ দিন দেশের সমুদ্র ও সব নদীতে মাছ ধরা, বেচা-কেনা এবং পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। এতে বেকার হয়ে পরবেন জেলেরা। এ সময় সরকার থেকে তারা কোনো সাহায্যও পান না বলে জানা গেছে।

জেলেরা জানান, মাছ যেমনি ধরা পড়েনি, তেমনি দেখা দিয়েছিল সাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া। এখন মোটামুটি ভালোই মাছ ধরা পড়ছে। মানুষের ধার দেনা পরিশোধ করে পরিবার পরিজন নিয়ে দুবেলা খেয়ে পরে থাকতে পারব। কিন্তু তাতে ক্ষোভ নেই তাদের। তবে সমুদ্রে জলদস্যুদের উৎপাত বন্ধ ও ভারতীয় জেলেরা যাতে এ সময় মাছ শিকার করতে না পারে; সে বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন জেলেদের।

এ বিষয়ে পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, ইলিশ প্রজনন মৌসুম ২২ দিন হওয়ায় মাছ ধরা, বেচা-কেনা এবং পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। সমুদ্র ও নদীতে তদারকিসহ সঠিক সময় জেলেরা বরাদ্দের চালটা পেতে পারে মৎস্য বিভাগের তদারকিসহ এ বছর মা ইলিশ সংরক্ষণ সফল হবে বলে জানান ওই মৎস্য কর্মকর্তা।

পটুয়াখালীতে এক লাখের বেশি জেলে থাকলেও  নিবন্ধিত জেলে রয়েছে  ৮০ হাজার ২০ জন।  প্রজনন মৌসুমে এই ২২ দিনে ২৯ কেজি করে সরকারি ভিজিএফর সাহায্য পেতে যাচ্ছে ৬৫ হাজারের বেশি জেলে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে