বুধবার, ০১ অক্টোবর, ২০২৫, ০৫:৪৯:০৭

ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: তারেক রহমান

ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: তারেক রহমান

এমটিনিউজ২৪ ডেস্ক : শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি বিশ্বাস করে—ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’

বুধবার (১ অক্টোবর) এক বাণীতে তিনি ধর্মীয় সম্প্রীতি রক্ষার ওপর গুরুত্বারোপ করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে কোনো অপচেষ্টা রোধে সতর্ক থাকার আহ্বান জানান।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো বাণীতে তারেক রহমান বলেন, ‌‘হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের সুখ শান্তি ও কল্যাণ কামনা করি।’

তারেক রহমান বলেন, বাংলাদেশে যুগ যুগ ধরে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ মিলেমিশে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। উৎসবের ভেতর দিয়েই পরিস্ফুটিত হয়ে ওঠে আমাদের পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব।’

তিনি বলেন, রাষ্ট্রের দায়িত্ব হলো প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা। এ প্রসঙ্গে তিনি হাদিস উদ্ধৃত করে বলেন, ‘যে ব্যক্তি রাষ্ট্রের নিরাপত্তাপ্রাপ্ত অমুসলিমকে নির্যাতন করে বা তাদের অধিকার খর্ব করে, কেয়ামতের দিন আমিই তার বিরুদ্ধে লড়বো।’

বর্তমান সরকারের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘ফ্যাসিবাদী শাসনামলের মতো কেউ যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে।’

তিনি হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বলেন, ‘আপনারা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নিশ্চিন্তে সারাদেশে দুর্গাপূজার আনন্দ উপভোগ করুন, সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন। বিএনপি বিশ্বাস করে—ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’

তারেক রহমান দুর্গোৎসবের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে