সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫, ০৯:৪৬:২৩

তবে কী আরও দুইদিন সরকারি ছুটি যুক্ত হচ্ছে?

তবে কী আরও দুইদিন সরকারি ছুটি যুক্ত হচ্ছে?

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশের ক্যালেন্ডারে যুক্ত হতে যাচ্ছে নতুন দুটি জাতীয় দিবস। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিন হিসেবে আগামী ৭ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় দিবস ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। এখন থেকে প্রতিবছর এই দুটি দিন বিশেষভাবে পালিত হবে। 

আজ সোমবার (৬ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়।

ওই পোস্টে বলা হয়, শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল ৭ অক্টোবর সন্ধ্যা ৭টায় ঢাকাসহ দেশের সব শিল্পকলা একাডেমিতে ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। ঢাকায় অনুষ্ঠেয় প্রদর্শনীতে উপস্থিত থাকবেন আবরার ফাহাদের বাবা।

পোস্টে আরো উল্লেখ করা হয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবন ও তাদের অবদানকে ঘিরে একটি বার্ষিক ক্যালেন্ডার তৈরির কাজ চলমান রয়েছে। 

এদিকে, নতুন দুই জাতীয় দিবসে ছুটি থাকবে কিনা তা স্পষ্ট করা হয়নি ওই পোস্টে।

তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই দুই জাতীয় দিবসে থাকছে না কোনো সরকারি ছুটি। তবে প্রজ্ঞাপন জারি হলে এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য জানা যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে