এমটিনিউজ২৪ ডেস্ক : দল হিসেবে আওয়ামী লীগের বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, প্রয়োজনে আ.লীগের শরিকদেরও বিচারের আওতায় আনা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে মঙ্গলবার এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, এই মুহূর্তে দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারেই তদন্ত শুরু হয়েছে। ক্রমান্বয়ে তদন্ত যখন আরো আগাবে তখন যদি প্রয়োজন মনে হয় যে, আরো কোনো দলও এর সঙ্গে জড়িত আছে এবং তাদের ব্যাপারেও তদন্ত হওয়া দরকার; তাহলে আমাদের তদন্ত সংস্থা সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেবে।
এ সময় আইসিটি অ্যাক্টে সংশোধনী আনা হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অ্যাক্ট ১৯৭৩-তে আরো একটি সংশোধনী আনা হয়েছে। এই সংশোধনীর মূল বক্তব্য হচ্ছে—যেই ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়, সেই ব্যক্তি কোনো সংসদ নির্বাচনে দাঁড়াতে পারবেন না। স্থানীয় সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর মেয়র, চেয়ারম্যান ইত্যাদি হতে পারবেন না। একই সঙ্গে এ ধরনের অভিযুক্ত ব্যক্তি কোনো সরকারি অফিসে নিয়োগ পাবেন না।
আইনে এটি একটি নতুন সংযোজন উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, একটা রাষ্ট্র বিপ্লবোত্তর পরিবেশে যখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছে, তখন রাষ্ট্রের প্রয়োজনে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার এই আইন শুধু নয়, বরং বিভিন্ন আইনের বিভিন্ন ধরনের সংশোধনী আনছে রাষ্ট্রকে সঠিক পথে তোলার জন্য। এখন থেকে আইনটি প্রযোজ্য হবে বলেও জানান তিনি।