শুক্রবার, ০৪ মার্চ, ২০১৬, ০৭:৫২:৪৯

যাত্রীর পেটে যেন স্বর্ণের খনি!

যাত্রীর পেটে যেন স্বর্ণের খনি!

ঢাকা : যাত্রীর পেটে যেন স্বর্ণের খনি! হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওই যাত্রীর পায়ুপথ দিয়ে ৬শ’ গ্রাম স্বর্ণের বার জব্ধ করেছে বিমানবন্দর আর্মড পুলিশ (এএপি)।  এসময় ওই যাত্রীকে আটক করা হয়।

এ ঘটনা ঘটেশুক্রবার সকালে।  জব্ধকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা।

আটক বিমানযাত্রীর নাম তাসলিম হোসেন (২৯)।  বাড়ি তার কুমিল্লার বুড়িচং থানায়।  মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন তিনি।

এএপির সিনিয়র পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল জানান, শুক্রবার সকালে মালয়েশিয়া থেকে ইএ-০৮৭ ফ্লাইটে ঢাকায় আসেন ওই যাত্রী। বিমানবন্দরের ২নং ক্যানোপি অতিক্রম করার সময় তার গতিবিধি সন্দেহ হয়।  পরে তার দেহ তল্লাশি করে পায়ুপথ থেকে মোড়ানো ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি বলেন, স্বর্ণের বারগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা কাস্টমসের গোডাউনে জমা দেয়া হয়েছে।  তাসলিমের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
৪ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে