এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় মাদানী এভিনিউ ইউনাইটেড কলেজ অ্যান্ড হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
শায়রুল কবির জানান, মঙ্গলবার দুপুরে নজরুল ইসলাম খানকে সিটি স্ক্যান করা হয়েছে। বুধবার আরো কয়েকটি পরীক্ষা শেষে বৃহস্পতিবার একটি অপারেশন করার কথা রয়েছে।
পরিবার ও দলের পক্ষ থেকে নজরুল ইসলাম খানের সুস্থতায় দোয়া চাওয়া হয়েছে বলেও জানিয়েছেন শায়রুল কবির খান।